বাংলাদেশ গতকাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের যে আপডেট তালিকা প্রকাশ করেছে তাতে এক ধাপ উন্নতি করে আট নম্বর অবস্থানে উঠে এসেছে । আজ ওয়ানডে র্যাঙ্কিংয়ের আপডেট তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় বাংলাদেশের অবস্থানের কোনো উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে। তিন পয়েন্ট বেড়ে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে সপ্তম অবস্থানে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থানে উঠে এসেছে ইংল্যান্ড। দুই নম্বর অবস্থানে নেমে গেছে ভারত। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংলিশরা। এরপর মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে ইংলিশরা। মূলত এই দুই সিরিজ জয়ই তাদের র্যাঙ্কিংয়ে এক অবস্থানে উঠতে সাহায্য করেছে।
এর আগে ২০১৩ সালে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ইংল্যান্ড। এই র্যাঙ্কিংয়ে তাদের আট পয়েন্ট বেড়েছে। ইংলিশদের বর্তমান রেটিং পয়েন্ট ১২৫। ভারতের রেটিং পয়েন্ট এক কমেছে। দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়া ভারতের বর্তমান রেটিং পয়েন্ট ১২২।
দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট চার কমেছে। প্রোটিয়াদের বর্তমান রেটিং পয়েন্ট ১১৩। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে নিউজিল্যান্ড। দুই পয়েন্ট কমে কিউইদের রেটিং পয়েন্ট এখন ১১২। র্যাঙ্কিংয়ে বাকি দলগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ, বর্তমানে র্যাঙ্কিংয়ে সেরা দশে যারা আছে তারাই আগামী বছর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে অংশ নিবে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকা
১. ইংল্যান্ড ১২৫ (+৮)
২. ভারত-১২২ (-১)
৩. দক্ষিণ আফ্রিকা ১১৩ (+৪)
৪. নিউজিল্যান্ড ১১২ (-২)
৫. অস্ট্রেলিয়া ১০৪ (-৮)
৬. পাকিস্তান ১০২ (+৬)
৭. বাংলাদেশ ৯৩ (+৩)
৮. শ্রীলঙ্কা-৭৭ (-৭)
৯. ওয়েস্ট ইন্ডিজ ৬৯ (-৫)
১০. আফগানিস্তান ৬৩ (+৫)
১১. জিম্বাবুয়ে ৫৫ (+৪)
১২. আয়ারল্যান্ড ৩৮ (-৩)
