আইএস লিংক- এগুলো অনেক বড় কথা গুলিস্তানে ককটেল বিস্ফোরণ ঘটনায় আইএস-এর দায় স্বীকার বিষয়ে পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন। কেউ দায় স্বীকার করলেই তো হবে না। এগুলো বলার আগে যে সাক্ষ্যপ্রমাণ আছে সেগুলো দিয়ে বলতে হবে। চট করে এগুলো বলা যায় না।
বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি প্রসঙ্গে সাবেক আইজিপি বলেন, সন্ত্রাসী হামলার ঝুঁকি অল্পবিস্তর সব দেশেই আছে। নিউজিল্যান্ড, নরওয়ের মতো দেশে যদি সন্ত্রাসী হামলা হতে পারে, তাহলে তো বাংলাদেশে হতেই পারে। তবে শ্রীলঙ্কার মতো হামলার সম্ভাবনা বাংলাদেশে নেই। কারণ, শ্রীলঙ্কার অভ্যন্তরীণ পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়।
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন আছে। বিগত তিন বছরে মধ্যে কোন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। যেকোনো সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে হলে সবচেয়ে জরুরি গোয়েন্দা তথ্য। সন্ত্রাসী হামলা নিষিদ্ধ সংগঠনগুলো করে থাকে। এ কারণে সবার আগে তথ্যটাই প্রয়োজন।
তিনি বলেন, দেশের ভিতরে, আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে গোয়েন্দাদের তথ্য সংগ্রহ করতে হবে। এছাড়াও যেকোনো সন্ত্রাসী হামলা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ প্রস্তুতি থাকা প্রয়োজন।
