বুধবার দিন শেষে ৭২ রানের লিডে রয়েছে তারা। তাদের হাতে এখনও রয়েছে একটি উইকেট। টেস্টে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াই এগিয়ে।ম্যাচের এখনও দুইদিন বাকি। তাই এখনও আশা ছাড়ছে না বাংলাদেশ। ম্যাচে জয়ও সম্ভব বলে করছে টাইগাররা।
আজ দিন শেষে সংবাদ সম্মেলনে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ ম্যাচের তৃতীয় দিন শেষ হলো। ম্যাচের এখনও দুইদিন বাকি। এখনও ভালো কিছু করা সম্ভব। তাদের এখনও একটি উইকেট রয়েছে। আমরা যদি তাদের এই উইকেট দ্রুত নিয়ে নিতে পারি এবং তাদেরকে বড় লক্ষ্যমাত্রা দিতে পারি তাহলে জয় অসম্ভব নয়’।
ঢাকা টেস্টে ভালো করতে না পারলেও চট্টগ্রাম টেস্টে দারুণ বল করছেন মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান সাজঘরে ফিরিয়েছেন ম্যাট রেনশ, ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েডকে।
চট্টগ্রামে এখন চলছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। আজ শেষ হয়েছে ম্যাচের তৃতীয় দিনের খেলা। গত সোমবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৩০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। বুধবার দিন শেষে প্রথম ইনিংসের ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান। অর্থাৎ, এখন ৭২ রানের লিডে রয়েছে অজিরা।
