বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় বিভীষিকাময় সফর শেষে আজ দেশে ফিরেছে । সকাল ৮টায় সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা ঢাকায় পা রাখেন। খবরটি নিশ্চিত করেছে বিসিবির লজিস্টিকস বিভাগ। প্রায় ৪৫ দিনের প্রোটিয়া সফরে বেশ বাজে সময় কাটিয়েছে টাইগাররা। তিন ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে সাতটি ম্যাচ খেলে একটা জয়ও পায়নি বাংলাদেশ।
উল্লেখ্য, ৩৩৩ রানের হার দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হয় বাংলাদেশের। পরের ম্যাচে ইনিংস ও ২৫৪ রানের পরাজয়। প্রথম ওয়ানডেতে ১০ উইকেট হার, পরের দুই ওয়ানডেতে যথাক্রমে ১০৪ ও ২০০ রানের পরাজয়। সর্বশেষ দুই টি-টোয়েন্টিতেও হারের তেতো স্বাদ। প্রথম টি-টোয়েন্টিতে ২০ রানে হারের পর সফরের শেষ ম্যাচে প্রোটিয়াদের কাছে ৮৩ রানে হারল বাংলাদেশ।
দেশে ফিরে খুব বেশি বিশ্রাম পাচ্ছে না সাকিব-মুশফিকরা। ৪ নভেম্বর থেকে শুরু বিপিএল। তার আগে নিজ নিজ দলের অনুশীলনে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হবে সিলেটে। প্রথম দিন সুরমা সিক্সার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ১২ ডিসেম্বর মিরপুরে হবে প্রতিযোগিতার ফাইনাল।
