বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও হারল। শনিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচেও বাংলাদেশ হেরেছিল। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।
এদিন ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন শামীমা সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ফারজানা হক। দক্ষিণ আফ্রিকার পক্ষে মারিজান্নে ক্যাপ ১টি, শবনিম ইসমাইল ২টি ও আয়াবোঙ্গা খাকা ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ৭১ রান করেন সুনে লাস। ৬৬ রান করেন ডেন ভ্যান নিয়েকার্ক। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২টি ও পান্না ঘোষ ২টি করে উইকেট শিকার করেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডেন ভ্যান নিয়েকার্ক।
