সফররত আফগানিস্তান স্বাগতিক বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩৩২ রানের টার্গেট দিয়েছে । এর মধ্যে আফগানদের ওপেনিং জুটিতেই উঠে আসে ২৫৬ রান।

চট্টগ্রামে আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ দলের অধিনায়ক। কিন্তু ব্যাটিংয়ে নেমে ক্রিজে চীনের প্রাচীরের মতো দাঁড়ায় দুই আফগান ওপেনার। শত চেষ্টার পরও উইকেট শিকার করতে ব্যর্থ হন টাইগার বোলাররা। ফলে আফগানদের ব্যাটিং দাপটে ধুঁকতে থাকে টাইগাররা।

অবশেষে ৩৭তম ওভারে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ১৪৫ রান করে আউট হন রহমানুল্লাহ গুরবাজ। এরপর ৩৮তম ওভারে রহমত শাহকে ফেরান এবাদত হোসাইন। তারপরই কোনো আফগান ব্যাটার আর ক্রিজে দাঁড়াতে পারেননি।

আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০০ রান করেন ইব্রাহীম জারদান। তিনি মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন। ফলে আফগানিস্তানের ব্যাটারদের দাপটে ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ৩৩১ রান।

বাংলাদেশের পক্ষে সাকিব, মুস্তাফিজ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ তুলে নেন ২টি করে উইকেট। আর ১টি উইকেট শিকার করেন এবাদত হোসাইন। তবে এবার দেখার বিষয় আফগানিস্তানের দেয়া ৩৩২ রানের টার্গেট পাড় করে পারে কিনা বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আফগানদের কাছে হেরেছিল বাংলাদেশ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031