হাইকোর্ট লালমনিরহাটে দায়ের করা মানহানির মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে জামিন দিয়েছেন । আজ বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মামলার চার্জ গঠন না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। নঈম নিজাম এবং ময়নাল হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মমতাজউদ্দিন মেহেদি।
২০১৪ সালের ৯ই এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে ‘সাবেকদের আমলনামা : রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন মামলাটি দায়ের করেন।
এ বছর ২রা জানুয়ারি লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন নঈম নিজাম ও ময়নাল হোসেন চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
