পর্তুগালের নিজস্ব ভবনসহ জায়গা ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ মিশন লিসবন। গত বুধবার ২৯ জানুয়ারি পর্তুগালের মান্যবর রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী বাংলাদেশ দূতাবাসের জন্য নিজস্ব ভবনসহ জমি ক্রয়ের দলিলে স্বাক্ষর করেন।
যার ফলে শিগগির লিসবনে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হবে। দূতাবাসের জন্য ক্রয়কৃত জমিসহ ভবনটি লিসবনের কূটনৈতিকপাড়ার সুবিধাজনক স্থানে অবস্থিত হওয়ার ফলে বাংলাদেশের পতাকা আরও বেশী দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করছেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী নিজস্ব ভবনসহ জমি ক্রয় প্রসঙ্গে আরো বলেন, বর্তমানে বাংলাদেশ দূতাবাস লিসবন স্থান স্বল্পতার কারণে পর্তুগাল প্রবাসী বাংলাদেশীরা নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। নিজস্ব ভবনে স্থানান্তরের পর দূতাবাসের স্থানের স্বল্পতা দূর হবে। ফলে দূতাবাস বৃহৎ পরিসরে ‘প্রবাসী বান্ধব’ সেবা প্রদানে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সেবা প্রদানে সক্ষম হবে।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্ত এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনসহ জমি ক্রয় সম্ভব হয়েছে। এজন্য দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
লিসবনে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনসহ জমি ক্রয়ের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প ২০২১’ ও রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে একটি অগ্রবর্তী পদক্ষেপ। প্রবাসীদের কাছে বাংলাদেশ দূতাবাসকে “ভরসা ও আস্থার স্থল” হিসাবে প্রতিষ্ঠা করতে দূতাবাস বদ্ধপরিকর বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
