পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সদ্য শপথ গ্রহণ করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে।

বুধবার টিলারসনকে অভিনন্দন জানিয়ে লেখা এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা এবং গণতন্ত্র, সেক্যুলারিজম, আইনের শাসন ও মানবাধিকারের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।’

টিলারসনকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আন্তরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে আপনার সুবিধাজনক সময়ে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি।’

উল্লেখ্য, সাবেক দুই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও জন কেরিও বাংলাদেশ সফর করেছেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, এই দুটি দেশ কয়েক দশক ধরে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করে আসছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিলারসনের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

প্রসঙ্গত, সোমবার সিনেট অনুমোদনের মধ্য দিয়ে টিলারসনের নিয়োগ চূড়ান্ত হয়। টিলারসনের পক্ষে ভোট দিয়েছেন ৫৬ জন সিনেটর। বিপরীতে তার নিয়োগের বিপক্ষে অবস্থান নিয়েছেন ৪৩ জন সিনেটর।

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে টিলারসনকে শপথবাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন।

টিলারসনকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, ‘মার্কিন কূটনীতিকের কাজ সম্পর্কে তিনি অবগত এবং যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে তিনি দেশের স্বার্থে কাজ করবেন। ’

ট্রাম্প আরও জানান, কৌশলগত স্বার্থ এবং মার্কিন জনগণের নিরাপত্তার জন্য মিত্রদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং নতুন মিত্রতা গড়ে তোলাটাই টিলারসনের কাজের লক্ষ্য।

শপথ গ্রহণের পর এক সংক্ষিপ্ত মন্তব্যে টিলারসন তাকে কাজের সুযোগ দেওয়ার জন্য ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

টিলারসন বলেন, ‘এই কক্ষে এমন কয়েকজন মানুষ রয়েছেন, যাদের সমর্থনে আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। গত কয়েক সপ্তাহে তাদের অক্লান্ত পরিশ্রম ও মূল্যবান সময়ের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031