poresh_bg20160527135608

২৭ মে : এভারেস্ট জয় ৫৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বাঙালি তিনি। পেশায় দর্জি। কিন্তু এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্ঘ এভারেস্ট জয় করে চলে এলেন আলোচনায়।

পরেশচন্দ্র পাল তার নাম। ভারতের দুর্গাপুর চন্ডিদাস বাজারে জামাকাপড় সেলাইয়ের দোকানের মাধ্যমে কোনোরকমে সংসার চালান। ১১ বছর বয়সে এক বাজি দুর্ঘটনায় বাঁ হাতের কব্জি হারান তিনি। কিন্তু তাতে পিছনে পড়ে থাকেননি তিনি।

ইচ্ছা ছিল এভারেস্টে পা রাখবেন, অদম্য জেদের কারণে ৫৮ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের চূড়ায় পা রাখলেন পরেশচন্দ্র পাল।

তিন তিনবার চেষ্টা করে সাফল্যকে হাতের মুঠোয় নিতে পারলেন পরেশচন্দ্র। গত ২১ মে শনিবার ভোরে তিনি জয় করেন এভারেস্ট শৃঙ্গ। এছাড়াও গত ২৫ বছর ধরে হিমালয়ের বহু শৃঙ্গ জয় করেছেন তিনি। এগুলো হলো কেদারডোম, গঙ্গোত্রী-২, এবং কে আর ৫।

দ্য জহর ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং এন্ড উইন্টার স্পোর্টস (পাহেলগাঁও) এ শুরু হয় পরেশচন্দ্রের প্রথম প্রশিক্ষণ।

তারপরের বছরই দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে নেন আরও একটি বিশেষ প্রশিক্ষণ। ১৯৮৯ সালে তার প্রথম অভিযান। তারপর থেকে এখন পর্যন্ত সফল হয়েছেন ১৪টি অভিযানে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031