‘শহরে বন্যা হওয়ায় আমরা দুঃখিত। আগামীতে যেন না হয় সে পদক্ষেপ আমাদের নিতে হবে রাজধানীতে বৃষ্টিতে পানি জমে থাকাকে বন্যার সঙ্গে তুলনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, । জলজট থেকে রক্ষা করার জন্য ঢাকা, চট্টগ্রামে আমাদের মেগা প্রজেক্ট নিতে হবে। মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাজ।’
রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে শনিবার দুপুরে ‘ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ (ডিআরএফএম-বি)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘সামনে নির্বাচন, আমাদের সবার উচিত নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কোনো দাবি এটা চাই, সহায়ক সরকার চাই, ওইটা নাই, এসব চলবে না। এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে ২০১৯ এর ২৯ জানুয়ারির ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন হবে।’
দেশের উন্নয়নে বিভিন্ন তথ্য তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ রেডিমেন্ট গার্মেন্টস অনেক ভালো কাজ করছে। আমরা এখন বিশে^ দ্বিতীয় অবস্থানে আছি। দেশে এক গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে। গার্মেন্ট শিল্প কারখানা এখন অনেক উন্নত হচ্ছে। অনেক টাকা খরচ হচ্ছে এর পেছেনে। কিন্তু পোশাকের দাম তো বাড়ছে না। তারা কি ন্যায্য দাম পায়।’
বাংলাদেশে পোশাক খাতের ‘নজরদারিতে’ নিয়োজিত দুটি প্রতিষ্ঠান অ্যাকর্ড- অ্যালায়েন্স সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘বিদেশিরাতো পোশাকের দাম বাড়া নিয়ে কথা বলেন না। তাদের কথা মতো গার্মেন্টস শিল্প কোটি কোটি টাকা খরচ করছে। তারা যে কটি গার্মেন্টসে সমস্যা দেখেছে তা মোট পোশাক কারখানার ২ শতাংশ। এখন তারা আরও থাকতে চাচ্ছে এটা হবে না। কোনো দেশে নেই, তাদের এই সংগঠন আমাদের দেশে কেন থাকবে। এখন তারা থাকতে চায় শ্রমিকের অধিকার আদায়ের জন্য। শ্রমিকের অধিকার আদায়ে আমাদের শ্রম মন্ত্রণালয় আছে, দেশে আইন আছে, তাদের প্রয়োজন নেই।’
তোফায়েল বলেন, ‘আমি শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তারা ১০ হাজারের কম বেতন পায় না সব মিলিয়ে। কিন্তু এসব প্রচার হচ্ছে না। গার্মেন্ট শিল্প সম্পর্কে অহেতুক অপপ্রচার করা হচ্ছে।’ তিনি এ সময় শ্রমিক নেতাদের বিদেশে এ শিল্প সম্পর্কে ইতিবাচক তথ্য তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী।
প্রসঙ্গত, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সংকট কাটাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) পাঁচ বছরের জন্য ইউরোপ ও আমেরিকার দুটি প্রতিষ্ঠান অ্যাকর্ড-অ্যালায়েন্সকে নিবন্ধন দেয়। যারা বাংলাদেশের গার্মেন্ট কারখানার নিরাপত্তা ব্যবস্থা দেখে। যথাসময়ে সংস্কার কাজ শেষ করতে না পারা এবং অসহযোগিতা করার অভিযোগে এ পর্যন্ত ২০০ বেশি গার্মেন্টসের সঙ্গে ব্যবসা বাতিলের ঘোষণা দেয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স। প্রতিষ্ঠান দুটির সঙ্গে চুক্তির মেয়াদ ২০১৮ সালের ৩১ মে শেষ হবে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) অ্যাকর্ডকে বাংলাদেশে আরও তিন বছর কর্মকাণ্ড চালানোর অনুমোদন দেয়। অ্যালায়েন্সও একই পথে হাঁটছে। পোশাক মালিকদের অভিযোগ সংস্কারের নামে তারা খবরদারি করছে, এটা মানা যায় না।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান পোশাক শিল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমরা এত ভালো কাজ করছি, কিন্তু সেগুলো উঠে আসছে না। পোশাক শিল্পের স্বার্থে শ্রমিকের স্বার্থে সবাইকে ইতিবাচক তথ্য, সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
ডিআরএফএম-বি প্রকল্পের পরিচালক পারভীন সুলতানা হুদা জানান, ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ (ডিআরএফএম-বি) শীর্ষক প্রকল্পের
অধীনে বাংলাদেশের সব পোশাক কারখানার সমন্বয়ে একটি ডিজিটাল মানচিত্র করা হবে। সেটিকে গুগল ম্যাপে সংযুক্ত করা হবে। এ ছাড়া প্রতিটি কারখানার বিস্তারিত তথ্য-কারখানার ভৌগোলিক অবস্থান, শ্রমিক সংখ্যা, কোন ধরনের পণ্য তৈরি হয়, কারখানা ভবনের ধরন, নিকটবর্তী হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, ট্রেড ইউনিয়ন আছে কি নেই ইত্যাদি তথ্য থাকবে। প্রকল্পটির মেয়াদ চার বছর। এটি সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের অর্থায়নে ও বিজিএমইএর সহায়তায় বাস্তবায়ন করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (সিইডি)। এটি বাস্তবায়ন হলে পোশাকশিল্পের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থায়িত্ব বাড়বে বলে মন্তব্য করেন প্রকল্প পরিচালক।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব, সিঅ্যান্ডএ বাংলাদেশের মহাব্যবস্থাপক শান্তনু সিনহা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের (সিইডি) উপদেষ্টা রহিম বি তালুকদার।
