আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে।নগরীর পলোগ্রাউন্ড মাঠ। মেলায় তিল ধারণের ঠাঁই নেই। নানা বয়সী মানুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। ছুটির দিনে মেলায় দেখা গেল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ভিড় থাকায় বিক্রেতাদের মুখেও সন্তুষ্টির ছাপ। বিক্রেতারা জানান, এখন পর্যন্ত বাণিজ্য মেলায় ক্রেতা সমাগম আশাব্যঞ্জক। সাধারণ দিনগুলোর তুলনায় ছুটির দিনে দর্শনার্থীদের চাপ খুব বেশি থাকে।
মেলায় ঘুরতে আসা নগরীর মোহাম্মদপুরের বাসিন্দা তাজরিন বলেন, সময়ের জন্য এতদিন বাণিজ্য মেলায় আসতে পারিনি। ছুটির দিন, তাই পরিবারের সকলকে নিয়ে এলাম। মেলায় এসে মনে হচ্ছে, গত বছরের চেয়ে দর্শনার্থীর উপস্থিতি এবার বেড়েছে।
মেলায় গৃহস্থালির নানা পণ্য খুটিয়ে দেখছিলেন হামজারবাগের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, মেলায় সাশ্রয়ী দামে ক্রোকারিজ আইটেম পাওয়া যায়। আমি প্রতি বছর মেলায় এসে প্রয়োজনীয় পণ্য কিনে নিই। এছাড়া প্লাস্টিক পণ্যও খুব টেকসই।
বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, এবারের মেলায় প্লাস্টিক পণ্যের পাশাপাশি প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইসকুকার, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্যের বিক্রি বেশ ভালো হচ্ছে। এদিকে বিদেশি প্যাভিলিয়নেও উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ-তরুণীরা সেইসব প্যাভিলিয়নে ভিড় করছেন। কার্পেট, কসমেটিক্স, চাদর, থ্রি-পিস ও জুয়েলারির স্টলগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখের পড়ার মতো।
উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলায় স্টল ও প্যাভিলিয়নগুলোর মধ্যে ১৭টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ১১টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, আটটি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৭২টি প্রিমিয়ার মেগা স্টল, ২৩টি মেগা স্টল, ১৪টি প্রিমিয়ার গোল্ড স্টল ও ১৩টি প্রিমিয়ার স্টল। মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে আছে থাইল্যান্ড। এর বাইরে ভারত, ইরান ও মরিশাসের স্টল আছে। মেলা চলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031