নগ্ন অবস্থায় বাথটবে শুয়ে এমন কথাই বললেন মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো মরণঘাতি করোনাভাইরাস আদতে ‘মহান সাম্যনিয়ন্তা’। গোলাপের পাপড়ি ছড়ানো দুধসাদা বাথটবে শুয়ে গায়িকা বললেন, ‘কোভিড-১৯’ দেখবে না আপনি বিত্তশালী নাকি গরিব, দেখবে না আপনি কতটা স্মার্ট, আপনার কত বয়স, দেখবে না আপনি কত ভালো গল্প বলতে পারেন।’

গায়িকা বলেন, ‘এই ভাইরাসের কাছে আমরা সবাই সমান। এই ভাইরাস আমাদের সবাইকে এক করে দিয়েছে। জাতিভেদ ভুলিয়ে দিয়েছে।’ ৬১ বছরের গায়িকা ভিডিওতে তুলে আনলেন ১৯৯৫ সালে প্রকাশিক তার বিখ্যাত অ্যালবাম ‘হিউম্যান নেচার’-এর প্রসঙ্গ। তিনি বলেন, ‘যদি জাহাজ ডুবে যায়, তাহলে আমরা সবাই একসঙ্গে ডুবে যাব।’

বাথটবে পপ কিংবদন্তি ম্যাডোনার গায়ে এক টুকরো সুতা না থাকলেও গয়না ছিল। তার ইনস্টাগ্রামে এরকমই গোলাপের পাপড়ি ঢাকা একটি নগ্ন ছবি পোস্ট করে গায়িকা লেখেন, ‘কোভিড-১৯ কোনো ভেদাভেদ মানে না। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031