ভোট ছাড়া এমপি বাপ ছাড়া  সন্তানের মতো কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন। ভোট ছাড়া এমপি হওয়া অন্যায় কাজ। শেখ হাসিনা সেদিন বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ওপর গুলি চালিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, আপনি কোথায় ছিলেন। আপনিতো যুদ্ধ করেন নাই। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর আলিম মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম, অধ্যক্ষ এম আব্দুর রশিদ, আনোয়ার হোসেন প্রমুখ। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার সময় যদি প্রতিবাদ না করতাম তাহলে আপনি ও আওয়ামী লীগ থাকতো না। কৃতজ্ঞতা নেই। শেখ হাসিনা এমন একটা মানুষ বাপের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাদের সম্মান করে না। যারা মারার ষড়যন্ত্র করে সেরকম নেতা মতিয়া চৌধুরীদের সম্মান করে। হাসানুল ইনু এমন এক নেতা মুক্তিযুদ্ধে পাকবাহিনী যত লোক মারতে পারেনি, ইনুদের গণবাহিনী তার চেয়েও বেশি লোক হত্যা করেছে। তিনি এখন হাসিনার মন্ত্রী। আমি ভালো মানুষের দল করতে চাই।

আজ দেশের অবস্থা খারাপ। খালেদা জিয়াকে জেলে দিয়েছে। তার সাড়ে ৭৩ বছর বয়স। বাসাই তো সাব-জেল করা যেত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনিও প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনা বরিশালে বলেছেন, চুরির বিচার হইছে। যেখানে কিছু করে নাই, সেখানে ২ কোটি টাকা চুরির অভিযোগে জেলে দিলেন। আর আপনি ২ হাজার কোটি টাকা চুরি কইরা বুক ফুলাইয়া হাঁটতাছেন। দেশের মানুষ তাকে জেলে দেয়া পছন্দ করে নাই। পছন্দ করতো যদি ২ হাজার ১০ হাজার ২০ হাজার কোটি টাকার বিচার করা হতো। তার মুখে এসব কথা শোভা পায় না। সেদিন বলছে, বিএনপি চোরের পক্ষে আন্দোলন করতেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনারা যা করতাছেন তা কি সাউধের পক্ষে? বিএনপি বলে আওয়ামী লীগ চোর। আওয়ামী লীগ বলে বিএনপি চোর। তাহলে দেশে কি চোরে চোরে চুলাচুলি করতাছে? আমরা সেইখান থেকে মুক্তি চাই। এরকম হতে হলে পুরুষের শাসন দরকার। সেখান থেকে মুক্তি চাইলে গামছা ধরেন। যতদিন বেঁচে থাকব অন্যায়ের বিরুদ্ধে কথা বলব।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031