পুলিশ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোমবার ভোরে তার বাবাকে গ্রেপ্তার করেছে গাজীপুরের শ্রীপুরে টেপিরবাড়ি গ্রাম থেকে । মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রবিউল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা গ্রামের ওয়াহাব আলীর ছেলে।
কিশোরীর স্বজন ও পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল গত এক বছর ধরে এক ছেলে ও এক মেয়েসহ স্ত্রীকে নিয়ে টেপিরবাড়ি গ্রামের আলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকছেন। তিনি স্থানীয় মাওনা ফ্যাশন নামে কারখানায় কাজ করেন। তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। রবিবার রাতে রবিউল পরিবারের লোকজনের সাথে প্রতিদিনের মত ঘুমাতে যান। মধ্যরাতে পরিবারের সবাই ঘুমিয়ে গেলে রবিউল তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়ের চিৎকারে তার মা ঘুম থেকে জেগে ওঠলে রবিউল ঘর থেকে পালিয়ে যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এখলাসুর রহমান জানান, মেয়ের মায়ের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সোমবার ভোরে রবিউলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে মামলা হলে তাকে জেলে পাঠানো হয়েছে।
