ডেম্বেলে গত ১৬ সেপ্টেম্বর স্প্যানিশ লা লিগায় গেটাফের বিপক্ষে ম্যাচের শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। প্রামমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয় উসমান ডেম্বেলেকে চার মাসের জন্য থাকতে হচ্ছে মাঠের বাইরে। কিন্তু অপারেশনের পর চিকিৎসক জানালেন চার নয়, কমপক্ষে তিন মাস। এরপরেই মাঠে নামতে পারবেন ফরাসি সেনসেশন।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, গত মঙ্গলবার ফিনল্যান্ডে সফল অস্ত্রোপচার শেষে ন্যু ক্যাম্পে ফিরেছেন ডেম্বেলে। ফেরার পর নিজের ইনস্টাগ্রামে ডেম্বেলে জানান দুই মাস পর মাঠে ফিরবেন। তবে চিকিৎসক বলছে, ডেম্বেলের ঠিক হতে কমপক্ষে তিন মাস সময় লাগবে।

নেইমার বার্সা ছাড়ার পর রেকর্ড ১৪৭ মিলিয়ন ইউরোতে ডেম্বেলেকে দলে ভেড়ায় বার্সেলোনা। ১০৫ মিলিয়ন ইউরো নগদ পাবে বরুসিয়া ডর্টমুন্ড। বাকি ৪২ মিলিয়ন ইউরো আসবে বোনাস থেকে। ফুটবল ইতিহাসে এটিই দ্বিতীয় সর্বোচ্চ বদলির রেকর্ড। ২০ বছর বয়সী এই খেলোয়াড়ের বাই আউট ক্লজের দাম রাখা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।

গত মৌসুমেই ডর্টমুন্ডে নজর কেড়েছিলেন ডেম্বেলে। সে বছর জার্মান ক্লাবের হয়ে ১০টি গোল করেছেন, ২১টি করিয়েছেন। বার্সেলোনার যাওয়ার গুঞ্জনটা চাউর হওয়ার পর আর খেলেননি তাদের হয়ে। সর্বশেষ ৫ আগস্ট জার্মান সুপার কাপে মাঠে নেমেছিলেন তিনি। এরপর অনুশীলনে আসেননি, সেজন্য তাকে সাময়িকভাবে বহিষ্কারও করেছিল ডর্টমুন্ড।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031