বার্সেলোনা লা লিগায় বুধবার আরো একটি জয় পেল। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালকে ৫-১ গোলের ব্যবধানে হারাল কাতালান ক্লাবটি। আর এই জয়ে লিগ জুড়ে অপরাজিত থাকার রেকর্ড জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো তারা।
৩৮ ম্যাচের লা লিগায় বার্সেলোনার সামনে আর দুটি বাধা। লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এই বাধা এড়াতে পারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে বার্সেলোনা।
এদিন ম্যাচ শুরু ১১তম মিনিটেই প্রথম এগিয়ে যায় বার্সেলোনা। দলের পক্ষে গোলটি করেন ফিলিফ কোতিনহো। তার চার মিনিটের মাথায়ই ব্যবধান দ্বিগুন করেন পাওলিনিয়ো। আন্দ্রেস ইনিয়েস্তার পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে বল বাড়ান লুকাস দিনিয়ে। আর সেই বল পেয়ে ঠিকানায় পাঠান পাওলিনিয়ো।
৪৫তম মিনিটে সুযোগ পান দলের সেরা তারকা লিওনেল মেসি। সুযোগ হাতছাড়া না করে, নীচু শটে গোলরক্ষক কে পরাস্ত করেন এই আর্জেন্টাইন তারকা।
প্রথমার্ধে তিন গোল খেয়ে চাপে পড়া ভিয়ারিয়াল দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়। পাবলো ফোরনালসের ক্রস নিকোলা সানসোনের গায়ে লেগে গোলটি হয়।
৮৭তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন দেম্বেলে। আর যোগ করা সময়ে দেম্বেলে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে উৎসবে ভাসান ক্যাম্প ন্যু শিবিরকে।
