এক গৃহবধূ কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়ায় স্বামীর সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছেন । গতকাল ২১ জুলাই ভোররাতে ৪০ বছর বয়সী গৃহবধূ ধষর্ণের শিকার হন। পরে এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা করলে পুলিশ শনিবার দুপুরে ধর্ষণে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন– মো. ইমরান (৩০), মো. শাহজাহান (৩২) এবং কাউসার হালিম মুন্না (১৮)। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার আরেফিন জুয়েল আজাদীকে বলেন, শনিবার ভোররাতে চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়ায় স্বামীর সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত নুরুল আমীন (২৭) নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার শিকার গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে। তিনি জানান, চার সন্তানের জননী ওই নারী রাতে স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। পথে গ্রেপ্তার হওয়া তিনজনসহ মোট চারজন মিলে মহিলাটিকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাতে ওই নারীর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর কর্ণফুলী থানার শাহ মীরপুর এলাকায় এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধর্ষণের শিকার হয় এক বাড়ির চার নারী। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন, গৃহবধূর বাড়িও ঘটনাস্থলের কাছাকাছি। স্বামীর উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় চারজন মিলে তাকে রাস্তার ধারে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পুলিশ অভিযুক্তদের মধ্যে মো. ইমরান (৩০), মো. শাহজাহান (৩২) এবং কাউসার হালিম মুন্নাকে (১৮) গ্রেপ্তার করেন। ওই নারী বাদি হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছেন।
