বাসের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে রাজধানীর ডেমরায়। তারা হলেন আরিফুজ্জামান ও তার মেয়ে সুমাইয়া। আরিফুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশ কনস্টেবল।
বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ডেমরার বামৈল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বামৈল বাসস্ট্যান্ডে এসে বাবা-মেয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি বাস ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই সুমাইয়া মারা যায়। আহত হন তার বাবা আরিফুজ্জামান। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কাউসার দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
