এক কলেজছাত্রী নিহত হয়েছেন পটিয়া উপজেলার কমল মুন্সিরহাট এলাকায় বাসের ধাক্কায় পমি আক্তার(১৭) নামে ।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পমি আক্তার উপজেলার কমল মুন্সিরহাট ফকিরপাড়া এলাকার মোহাম্মদ আবদুল গফুরের মেয়ে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জহিরুল হক ভূঁইয়া সিটিজিনিউজকে বলেন, রোববার সকালে কোচিংয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হন কলেজছাত্রী পমি আক্তার। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
