বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিক্সার একজন যাত্রী নিহত হয়েছেন চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ফায়ার স্টেশন এলাকায়।
রোববার সকাল ৮টায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে যুবকটির পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ২৫ বছরের মতো বলৈ জানিয়েছে পুলিশ। পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত দাস জানান, বায়েজিদ ফায়ার স্টেশনের পূর্ব পাশে ড্রাইভার কলোনির সামনে ব্যাটারি চালিত একটি রিক্সাকে বাস থাক্কা দিলে এক যুবক গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
