বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছেলে ইকবাল হোসেন (২৮) নিহত ও পিতা আয়নুল হক (৫৮) গুরুতর আহত হয়েছেন নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও ছেলে পালসার মোটর সাইকেলযোগে নিজ বাড়ী থেকে বনপাড়া শহরে যাওয়ার পথে বাইপাস মোড় এলাকায় পেছন থেকে ঢাকা থেকে রাজশাহীগামী শিশির পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-২৫১০) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমরে-মুচড়ে যায় ও বাবা- ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে ইকবাল হোসেনকে মৃত ঘোষনা করেন এবং তার বাবা আয়নুলের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে বাবা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।
তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
