চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়তি নিরাপত্তায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে।
বুধবার (১২ ডিসেম্বর) থেকে পুলিশ নগরের প্রবেশমুখ সমুহে চেকপোস্ট স্থাপন করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান।
তিনি জানান, নগরের প্রবেশ পথ একে খান মোড়, কর্ণফুলী সেতু মোড় ও মোহরা মোড়। এ সব মোড় দিয়ে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার মানুষ নগরে প্রবেশ করে থাকে। ফলে এসব প্রবেশমুখে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
আশিকুর রহমান বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সন্ত্রাসী নাশকতা করতে না পারে সেজন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। বাস, ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
