বিআরটিসি’র চালক-শ্রমিক ৯ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন । তারা ডিপোর গেট তালা দিয়ে শত শত গাড়ি আটকে রেখেছেন। আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে রাজধানীর বিমানবন্দর সড়কের জোয়ার সাহারা ডিপোতে শ্রমিকরা আন্দোলন শুরু করে। বাস চালক শ্রমিকদের একজন জানান, তাদের নয় মাসের বেতন বকেয়া পড়ে আছে।
বেতন বকেয়া থাকার জন্য বিআরটিসির চেয়ারম্যানকে দায়ী করেছেন শ্রমিকরা। তারা বলছেন, চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া অনিয়মের আশ্রয় নিয়ে কয়েক মাস পর পর ডিপো ম্যানেজারের পরিবর্তন আনেন। চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন বিষয়টি সমাধানের কিন্তু তারপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
ডিপোর প্রশাসন বিভাগের একজন জানান, বিআরটিসি’র এই ডিপোর বর্তমান ম্যানেজার তার সময়ের সব মাসের বেতন শ্রমিকদের দিয়েছেন। কিন্তু আগের ম্যানেজারের সময় বকেয়া থাকা বেতন না পাওয়ায় শ্রমিকরা আন্দোলন করছেন।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
