মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মহাসচিব মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপি অবিলম্বে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায়  বলে দাবি করেছেন।

শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জোট বাঁধ’ শীর্ষক আলোচনায় ফখরুল একথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মধ্যবর্তী নয়, আগের নির্বাচন চাই। কেননা ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তাতে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই।’

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে জানাতে গত বৃহস্পতিবার নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ‘কিসের মধ্যবর্তী নির্বাচন? নির্বাচন যথাসময়েই হবে। মধ্যবর্তী নির্বাচন কি যমুনা নদীর স্রোতে ভেসে এসেছে। দেশে এমন কী সমস্যা হয়েছে যে, মধ্যবর্তী নির্বাচন দিতে হবে?’

মধ্যবর্তী নির্বাচনের যে কথা ওঠেছে তা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি মধ্যবর্তী নির্বাচন চায় না। বিএনপি গত নির্বাচন মানে না। বিএনপি একটি নতুন নির্বাচন চায়। আর সেই নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্বাচন পরিচালনা করবে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন। সরকারের সার্চ কমিটি নয়, জনগণের সার্চ কমিটি দিয়ে সেই কমিশন গঠন করতে হবে। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। না হলে যে কমিশনই গঠন করা হোক জনগণ তা গ্রহণ করবে না।’

‘আওয়ামী লীগ নয়, অন্য কেউ অন্য কোনোভাবে দেশ চালাচ্ছে’ এমন দাবি করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে, আওয়ামী লীগ দেশ চালাচ্ছে, সরকার পরিচালনা করছে? আওয়ামী লীগ রাজনীতি করছে? আমার মনে হয় না। তাঁরা অন্তর থেকে বলবেন যে না তাঁরা দেশ চালাচ্ছেন না। অন্য কেউ অন্য কোনোভাবে এ দেশ পরিচালনা করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকার দেশে বিরাজনীতিকীকরণের ষড়যন্ত্র শুরু করেছিল। সে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। তাদের অসমাপ্ত কাজ পূর্ণ করছে আওয়ামী লীগ।’

আওয়ামী লীগ এক দলীয় শাসন পাকাপোক্ত করতে দমন-পীড়ন করে বিএনপিকে নির্মূল করে দিতে চায় বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ‘সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এই জঙ্গিবাদকে ব্যবহার করছে।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031