সরকার বৃহত্তর রংপুরে বিএনপির ত্রান কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন আবদুল্লাহ আল নোমান কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির প্রধান সমন্বয়কারী  প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে । গতকাল সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রোববার কুড়িগ্রাম যাবেন। আমাদের সমস্ত রিলিফ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। বৃহত্তর রংপুরে-দিনাজপুরে কোন ত্রাণ কার্যক্রম করতে দেয়া হচ্ছে না। এটার জন্য আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। নোমান বলেন, যেখানে মানুষ মরছে, প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে সেখানে আমরা রিলিফ বন্টন করবো- সেটা করতে বাঁধা দেয়া হচ্ছে। জনগণের ওপর এ থেকে বড় রাজনৈতিক প্রতিহিংসা আর কি আছে আমরা জানি না। এক প্রশ্নের জবাবে নোমান বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দিনাজপুর এবং নওগাঁতেও রিলিফ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অনেক জায়গায় রিলিফ দিতে গিয়ে আমাদের নেতা-কর্মীরা প্রতিবন্ধকতার মুখে পড়েছে। তারা প্রহৃত হয়েছেন। তিনি বলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ কুড়িগ্রাম যেতে চেয়েছেন, তাকেও আগেই প্রশাসন বলে দিয়েছে ২১ তারিখের আগে সেখানে যাওয়া যাবে না। কয়েকদিন ধরে দলের ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসন বন্যাকবলিত এলাকায় ছিলেন। স্থানীয় থানায় ডেকে তাকেও বলে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর সফর আছে তাই তাকে এলাকা ছাড়তে হবে। নোমান বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, এই সরকারের মন্ত্রীরা ত্রান দিতে গিয়ে সেখানে রুই মাছের মাথা খায়। কিন্তু ত্রান তারা সেভাবে দিতে পারেনি। এ সময় তিনি খাদ্যমজুদ ভান্ডার সম্পর্কে সাবেক খাদ্য মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। বন্যা দুর্গতদের সহায়তা দিতে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, বন্যার এই সংকট অনেকদিন থাকবে। পার্টির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে আমরা একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। যতদিন পর্যন্ত বন্যাকবলিত মানুষের এই দুদর্শা থাকবে, ততদিন আমরা দুর্গতদের পাশে দাঁড়াবো। আমাদের সীমিত শক্তির মাধ্যমে তাদের সার্বিক সহায়তা করার চেষ্টা করবো। নোমান জানান, ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে দলের নির্বাহী কমিটির সদস্য যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবেরা নাজমুল ১ লাখ টাকার চেক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন নগদ ৫০ হাজার টাকা, চট্টগ্রাম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম রাহি ৫০ হাজার টাকা কেন্দ্রীয় ত্রান কমিটির কাছে জমা দিয়েছেন। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন জন ১০ লাখ টাকার অনুদান সভা চলাকালে কেন্দ্রীয় ফান্ডে জমা দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী জানান, দলের নয়াপল্টনের পূবালী ব্যাংক শাখার চলতি হিসাব নং ২১৯১১- এ যে কেউ অর্থ জমা দিয়ে ত্রাণ সহযোগিতায় অংশ নিতে পারবেন। এ সময় কেন্দ্রীয় ত্রান কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, ত্রান কমিটির সদস্য সচিব হাজী আমীনুর রশিদ ইয়াসিন উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031