আজ থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। দলটির নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। ভিড় করছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

এরমধ্যে ফেনী ১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ১০ টা ৫০ মিনিটে দলের চেয়ারপারসনের মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল চারটা পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

মনোনয়ন প্রত্যাশীদের সুবিধার্থে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগওয়ারী বুথ করা হয়েছে। কুমিল্লা বিভাগের জন্য ২য় তলায় মহিলা দলের অফিস, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য ২য় তলা মিটিং রুম, রাজশাহী ও রংপুর বিভাগের জন্য ৫ম তলা শ্রমিক দলের কেন্দ্রীয় অফিস, খুলনা ও ফরিদপুর বিভাগের জন্য ৫ম তলা স্বচ্ছাসেবক দলের অফিস, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ ৪র্থ তলা ছাত্রদলের কেন্দ্রীয় অফিস এবং বরিশাল বিভাগের জন্য ৪র্থ তলা যুবদল দক্ষিণ অফিসে বুথ করা হয়েছে।

এছাড়া মনোনয়ন প্রত্যাশীদেরকে আজকের মধ্যেই ব্যক্তিগত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ইত্যাদি বিল পরিশোধ করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031