গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভরাডুবির আভাস পেয়ে অপরাজনীতি করছে বিএনপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন । সারাদেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করছে। আমরা এই অপরাজনীতির তীব্র নিন্দা জানাই। আজ বৃধবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় নানক আরো বলেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। গাজীপুরের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
আমরা বিশ্বাস করি, গাজীপুরের জনগণ বিএনপির কর্মকা- আর দেখতে চায় না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
