বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার শুরু করেছে বলে মন্তব্য করেছেন। দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না। জনগণের ঘাড়ে চেপে বসা বর্তমান শাসকগোষ্ঠী সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।’মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে বেপরোয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে এখন নরকে পরিণত করেছে।’নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনের শাসন, মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা ধুলোয় মিশিয়ে সরকার একদলীয় রাজত্বের মহাসুখে দিনযাপন করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে তিনি বলেন, ‘এ কারণে মানুষের দুঃখ-দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না। তাদের অপকর্ম ঢাকতে তারা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেপ্তার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031