বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি । খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দুপুরে তারা নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দুপুরে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফটকের দিকে যান। এ সময় পুলিশ নাজিমউদ্দিন রোডে তাদের আটকে দেয়। এসময় দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তার কাছে মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির কপি দেখালেও তাদেরকে কারা ফটক পর্যন্ত যেতে দেয়া হয়নি। সেখানে কিছু সময় অপেক্ষা করে নেতারা চলে যান।

এসময় এ ঘটনার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের আজকে এখানে আটকিয়ে রাখা হলো। আমাদের যদি জেলগেটে যেতে দেয়া হতো, কারা কর্তৃপক্ষ বলতে পারত আমরা অনুমতি পাব কি পাব না। এখানে আটকে দেয়াটা দুর্ভাগ্যজনক। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, তাবিথ আউয়াল, শাহরিন ইসলাম শায়লা প্রমুখ উপস্থিত ছিলেন।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031