ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন।

সোমবার ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ের ইসলামি মার্কেটের সামনে নির্বাচনী প্রচারণাকালে তাপস এসব কথা বলেন। 

ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের দেওয়া ঢাকার উন্নয়নের রূপরেখা জনগণ সাদরে গ্রহণ করেছে। আমরা যেখানে যাচ্ছি ভোটারদের স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি। আর নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন দিশেহারা হয়ে পড়েছেন।’

ইশরাকের প্রচারে হামলা প্রসঙ্গে তাপস বলেন, ‘সংঘর্ষ বাধিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (বিএনপি) পাঁয়তারা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে।’

ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে জনমনে শংকা আছে কি না জানতে চাইলে তাপস বলেন, ‘ইভিএম ভোট দেওয়ার আধুনিক পদ্ধতি। ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনো শংকা নেই। তারা এটি সাদরে গ্রহণ করেছে।’

আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাপস। বলেন, ‘জয়যুক্ত হলে সর্বাধুনিক ঢাকা গড়ে তুলে সবধরনের নাগরিক সেবা প্রদান নিশ্চিত করা হবে। আর অবকাঠামোগত সব ধরনের উন্নয়নসহ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।’

এ সময় তাপস আওয়ামী লীগ সমর্থিত ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসানসহ আশপাশের ওয়ার্ডগুলোর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জন্য ভোট চান তাপস।

ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় ও নগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্মথকরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031