‘কোন প্রকার রাগঢাক না করে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ভয়ংকর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন এখানে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা সব কিছুই থাকবে। কারণ এসবের হোতা হচ্ছে বিএনপি।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকাল পৌনে ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন চায় না। এর বদলে ষড়যন্ত্রের চোরাপথে ক্ষমতায় যেতে চায় তারা।

১৯৪৯ সালের ৫ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদৎবরণ করেন তিনি।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে সকাল পৌনে নয়টায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানী কবরস্থানে যান আওয়ামী লীগের নেতারা।

সেখানে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031