১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ভূমিকা নিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে একই ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়েছেন।

শনিবার কক্সবাজারের উখিয়াতে অবস্থান নেয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেখতে কক্সবাজারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রওয়ানা হওয়ার আগে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি এই নেতা বলেন, ‘আমরা দেখেছি, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো সফর করেছিলেন, তারপরেই কিন্তু আন্তর্জাতিকভাবে যে ব্যবস্থাটা হয়েছিল, যে চেষ্টাটা হয়েছিল, সেটা শুরু হয়েছিল।’

‘রোহিঙ্গা সমস্যার বিষয়ে আমরা যেটা মনে করি, বিশেষ করে প্রধানমন্ত্রীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। যে দেশগুলোর শক্তিতে মিয়ানমার এখন পর্যন্ত গণহত্যা বন্ধ করছে না, সেই দেশগুলোতে যেতে হবে প্রধানমন্ত্রীকে; তাদের বুঝাতে হবে, কনভিন্স করতে হবে।’

১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের মুখে পলায়নপর বাঙালিদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেন সে সময়ের ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে সামরিক সহায়তার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী জনমত গঠনেও ভূমিকা রাখেন ইন্দিরা।

আর মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়ায় এবং দুই দেশের যৌথ বাহিনীর কাছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানী সেনাবাহিনী। বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে প্রাণ দেয় কয়েক হাজার ভারতীয় সেনা।

১৯৭১ সালে বাঙালিরা যেভাবে ভারতে গিয়েছিল, একইভাবে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গারা ছুটে আসছে বাংলাদেশে। আর প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকারও করে এসেছেন।

এর আগে জাতিসংঘে রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে জনমত গঠনেও কাজ করছে বাংলাদেশ। তবে এ নিয়ে কোনো ধরনের সামরিক ব্যবস্থা নেয়ার বিপক্ষে ঢাকা। বরং আলাপ-আলোচনার মধ্যে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা করছে সরকার।

বিএনপি সব সময় রোহিঙ্গা সংকট সমাধানের পক্ষে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে আজকে কক্সবাজার যাচ্ছেন, সেখানে ত্রাণ দেবেন। রোহিঙ্গা সমস্যা যখন শুরু হয়, তখনই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বিবৃতি দিয়েছিলেন।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031