বিএনপি আগামী ১২ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সমাবেশটির আয়োজন করেছে দলটি। আজ বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন। উল্লেখ্য, প্রতি বছর ৭ই নভেম্বর বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে।
এরই ধারবাহিকতায় আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। তবে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের সাধারণ সভা ঢাকাতে অনুষ্ঠিত হওয়ায় দলটি সমাবেশের তারিখ পিছিয়ে ১১ই নভেম্বর এবং পরে ১২ই নভেম্বর ঠিক করে।
