চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান বিএম কনটেইনার ডিপোর মালিক । তার বাড়ি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে। দুটি জাতীয় নির্বাচনে বাঁশখালী থেকে সংসদ সদস্য পদে দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তিনি।

জানা যায়, ২০১০ সালে স্মার্ট গ্রুপের শাখা প্রতিষ্ঠান হিসেবে সীতাকুণ্ডের সোনাইছড়ি কাশেম জুটমিল এলাকায় ২৪ একর জমির ওপর বিএম কনটেইনার ডিপো গড়ে তোলা হয়। আগুন লাগার সময় গত শনিবার এখানে প্রায় ৫ হাজার কনটেইনার ছিল। এর মধ্যে অন্তত দুই হাজার কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্য ছিল। আগুনের তীব্রতার কারণে কনটেইনারের ভেতরেই এসব পণ্য পুড়ে গেছে বলে ধারণা করছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ।

স্মার্ট গ্রুপের তৈরি পোশাক রপ্তানি ছাড়াও এলপি গ্যাস, আবাসন নির্মাণসহ নানা ব্যবসা রয়েছে। চট্টগ্রামের স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদকও মুজিবুর রহমান। তিনি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার বড় ভাই মোস্তাফিজুর রহমান।

শনিবার রাতে আগুন লাগার পর থেকে গণমাধ্যমের সামনে আসেননি মুজিবুর রহমান। গতকাল দুপুরে সেনাবাহিনীর সঙ্গে এ প্রতিষ্ঠানের একজন মহাব্যবস্থাপক সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে যান। তিনি বলতে পারেননি কীভাবে আগুন লেগেছে। ফলে আগুন নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়ে ফায়ার সার্ভিসের। কারণ ডিপোতে কী পরিমাণ রাসায়নিক পণ্য রাখা হয় তা কারও জানা নেই।

বিষয়টি নিয়ে কথা বলতে মুজিবুর রহমানের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি প্রতিবারই সংযোগ কেটে দেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031