সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শীতলক্ষ্যার দু’পাড়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরো একটি সেতু নির্মাণের ব্যাপারে চলতি বছরই চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন। অপরদিকে সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত বন্দর সেন্ট্রাল খেয়াঘাট ও নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে ফেরী সার্ভিসের মাধ্যমে যানবাহন ও সাধারণ যাত্রীদের নিরাপদে পারাপারের ব্যবস্থা করা হবে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খাঁন। এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জে একটি অত্যাধুনিক হাসপাতাল ও দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষন কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টি থেকে নির্বাচিত নারায়ণগঞ্জ-৫আসনের এমপি ও বিকেএমই সভাপতি সেলিম ওসমানের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসব কথা জানান।
রোববার নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, মন্ত্রীদের সঙ্গে আলোচনায় এমপি সেলিম ওসমান শীতলক্ষ্যার দু’পাড়ের লাখো মানুষের পারাপারে দুর্ভোগের কথা তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে আরো একটি পূর্ণাঙ্গ সেতু নির্মাণের দাবি রাখেন।

 পরিপ্রেক্ষিতে মন্ত্রী চলতি বছরেই নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে সেতু নির্মাণের ব্যাপারে তাদের চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে এমপি সেলিম ওসমানকে আশ্বস্ত করেন। অপরিদকে সেলিম ওসমান নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত সাধারণ যাত্রীদের নিরাপদে নদী পারাপার নিশ্চিত করতে বন্দর সেন্ট্রাল ও নবীগঞ্জ খেয়াঘাট দুটি দিয়ে অচিরেই ফেরী সার্ভিস চালু করার জন্য নৌ-পরিবহন শাহজাহান খাঁনের কাছে জোর দাবি রাখেন। নৌ-মন্ত্রী নবীগঞ্জ ও বন্দর খেয়াঘাট দিয়ে যত দ্রুত সম্ভব ফেরী সার্ভিস চালু করার ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় সেলিম ওসমান সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানী পণ্যের কাঁচামাল আমদানী এবং বাংলাদেশ থেকে পন্য রপ্তানীর পরিবহন ব্যবস্থা সহজতর করতে সরাসরি চট্টগ্রাম থেকে সংযুক্ত আবর আমিরাতে পন্য জাহাজী করনের ব্যবস্থা করতে অনুরোধ জানান।
অপরদিকে বৈঠকে দেশের প্রধান রপ্তানী খাত নীট শিল্পে কর্মরত কয়েক লাখ শ্রমিকের জন্য নারায়ণগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্রে দীর্ঘ প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের ব্যাপারে দৃষ্টি আকর্ষন করলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, ২০১৭ সালের মধ্যে শ্রমিকদের জন্য ৩০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি হাসপাতাল নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেন। এসময় বিকেএমই সভাপতি নীট শিল্পে দক্ষ শ্রমিকের ঘাটতি আছে উল্লেখ করে বলেন, বন্দরে শ্রম অধিদপ্তরের জমিতে দক্ষ শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ অত্যাবশ্যক। তিনি বলেন, শুধু নীট শিল্পের শ্রমিকরাই নয়, এই ট্রেনিং সেন্টারে যে কোনো উৎপাদনশীল কারখানা বা শিল্পের শ্রমিকরা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031