প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারলে বিচার এমনই হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে । আজ বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে ভাষণে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ওই খালেদা জিয়া আওয়ামী লীগ সরকার উৎখাত করতে চেয়েছে। মানুষকে পুড়িয়ে মেরেছে। আজ খালেদা জিয়া কোথায়? মানুষ পুড়িয়ে মারলে বিচার এমনই হয়।
ভাষণে বরিশালবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এই বরিশাল বিভাগ উন্নত করে দিয়েছি। এখানে কোনো উন্নয়ন ছিল না।
আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি।
বিদ্যুতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখি। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবো। বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো দেব।
