বিজিপি তল্লাশী চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ট্রলারগুলোতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী । তাছাড়া নাফ নদীতে বিজিপি টহল জোরদার করেছে। এতে সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দাগণের মধ্যে আতংক দেখা দিয়েছে।
সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংস ঘটনান পর থেকে টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ট্রলারগুলোতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি তল্লাশী চালাচ্ছে। মিয়ানমার বাহিনী সেদেশের উপকুলে অবস্থান করে। টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ অভিমুখে ট্রলার দেখলে দ্রুত স্পীড বোট নিয়ে এসে থামিয়ে তল্লাশী চালায়। তিনি আরও জানান নাফ নদীতে বিজিপি টহল জোরদার করেছে। রাতদিন মিয়ানমারের সীমান্তে স্পীড বোট এবং ট্রলার নিয়ে টহল দেয়। টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ১৮টি যাত্রীবাহী ট্রলার রয়েছে। ট্রলারগুলো প্রতি দিনই টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচল করে। মাঝ পথে বিজিপির তল্লাশীর কারণে সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দাগণের মধ্যে আতংক দেখা দিয়েছে।
এব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল এসএম আরিফুর ইসলাম বলেন বিষয়টি সম্পর্কে শুনেছি। দ্বিপাক্ষিক যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
