মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে একটি ফিশিং ট্রলারসহ ৫ মাঝি-মাল্লাকে আটক করে নিয়ে গেছে। আজ বুধবার দুপুর ২টার দিকে ট্রলারটিকে আটক করে। সেন্টমার্টিনের আনুমানিক ২ কিলোমিটার দক্ষিনপূর্ব দিকে সাগরে মাছ ধরছিল ট্রলারটিতে থাকা মাঝি-মাল্লারা। ট্রলার মালিক সেন্টমার্টিন কোনারপাড়ার মৃত জাফর আহমদের ছেলে নাসির উদ্দিন জানান, আটকরা হলেন- ট্রলারের মাঝি সেন্টমার্টিন কোনার পাড়ার বাসিন্দা শাইর আহমদের ছেলে আব্দুল হামিদ মাঝি (৩৫), অছিউর রহমানের ছেলে ফজল আহমদ(৪২), অলি চানের ছেলে হাসিম(৪৫), দক্ষিণ পাড়ার লাল মিয়ার ছেলে সাদ্দাম(২৫), মোহাম্মদ ইসমাঈলের ছেলে মো. হোছাইন(২৫)। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান বলেন, বিষয়টি অবগত হওয়ার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, কোস্টগার্ডের কাছ থেকে বিষয়টি জানার পর দোভাষীর মাধ্যমে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। পরবর্তীতে ফিশিং ট্রলারসহ জেলেদের ছেড়ে দেওয়ার জন্য ই-মেইলে লিখিত বার্তা পাঠানো হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
