বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে টহল দিচ্ছে । আগামীকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় তারা পুলিশকে সহযোগিতা করছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা মানবজমিনকে বলেন, উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করার উদ্দেশ্যেই বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে। ইতিপূর্বে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন বিজিবি প্রধান। বিজিবি সদস্যরা রাজধানীজুড়ে টহল দিচ্ছে। প্রাথমিকভাবে আগামীকাল পর্যন্ত তাদের মাঠে থাকার কথা রয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বিজিবি সদস্যরা মাঠে নেমেছে।
