মাশরাফি বিন মর্তুজা অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারে অধিনায়কত্বের ইতি টেনে দিলেন । আজ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেই লাল সবুজ জার্সিতে শেষবারের মত টস করতে নামবেন মাশরাফি। ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যে জমকালো আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে বিসিবিও।
কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক থাকছেন মাশরাফিই। কিন্তু আগামী এক মাসের মধ্যেই নতুন অধিনায়ক নির্বাচন করা হবে বলেও জানান। তবে সিরিজ শুরুর আগে মাশরাফি বিন মর্তুজা বলেছেন আলাপ আলোচনা হয়েছে বোর্ডের সাথে, গণমাধ্যমকে বলার মত সময় এখনো হয়নি। পরদিন বোর্ড সভাপতিও জানান মাশরাফি যা বলেছে সত্য বলেছে।
আর এতেই তৈরি হয় ধুম্রজাল, সিরিজের দুটি ওয়ানডে শেষ হলেও দুই পক্ষই ছিল চুপ। যার কারণে এত দ্রুতই আসতে যাচ্ছে অধিনায়কত্বের বিদায়ের ঘোষণা সেটা আঁচ করতে পারেনি কেউই। দুপুরে সংবাদ সম্মেলনে নিজেই হাতে করে লিখে আনা নোট দেখে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ইতি টানেন গৌরবময় এক অধ্যায়ের।
বিসিবি স্মরণীয় করে রাখতে চায় অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচটি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘শুক্রবার (০৬ মার্চ) মাশরাফিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। নানা রকম আয়োজন থাকছে। জমকালো কিছু করা যায় কী না এখনো আলাপ আলোচনা চলছে। ভালো কিছুই করা হবে।’
মাশরাফির অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে উপস্থিত থাকতে ম্যাচের আগেই সিলেট আসার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও বোর্ডের অন্যান্য কর্তাদের। আজ (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
