রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সারাদেশের সকল সরকারি হাসপাতালে ।
১৬ মার্চ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সব সরকারি হাসপাতালে এই চিকিৎসা সেবা দেওয়া হবে। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত ফি নেওয়া হবে না।
এ ছাড়া ওই দিন সারাদেশের সকল সরকারি হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে বলেও জানানো হয় অফিস আদেশে।
(বাসস)
