হাইকোর্ট বিনা বিচারে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারাগারে বন্দি আটজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন । আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিনা বিচারে বন্দিরা হলেন সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদির মিয়া, সাজু মিয়া ও মোহাম্মদ জালাল।
সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বিনা বিচারে বন্দি আটজনের তথ্য উপস্থাপন করেন। পরে হাইকোর্ট রুল জারি করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, বিভিন্ন মামলায় এসব বন্দি ১০ বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে আছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
