নগর গোয়েন্দা পুলিশ নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুুুল পরিমান পর্ন ভিডিও ক্যাসেট, অশ্লীল বই ও পাইরেটেড সিডিসহ চার যুবককে গ্রেফতার করেছে ।
সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে এসব বই ও ভিডিও বিক্রির দোকান ডালিয়া রেকর্ডিং সেন্টারে অভিযান চালায়।
অভিযানে গ্রেফতার হওয়া চারজন হল, সেলিম উদ্দিন শাকিল (১৮), মো.রনি (৩০), জামাল উদ্দিন (২২) এবং মো.খোকন (১৯)।
ওই দোকান থেকে ৫০০ ডিভিডি ক্যাসেট, ৭০টি বই, ২ হাজার ৩১০টি পাইরেটেড মুভি ও গানের ডিভিডি ক্যাসেট, একটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি কম্পিউটার ও আনুষাঙ্গিক যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
প্রকাশ্যে নিষিদ্ধ এসব বই ও ভিডিও বিক্রির অপরাধে চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
