মানবশূন্য পথে বিরল প্রজাতির একটি বনরুইকে ঘুরতে দেখা গেছে করোনার কারণে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পথঘাটগুলোতেও পিনপতন নীরবতা। এর মধ্যে উপজেলার সীমান্ত এলাকা ঘোষগাঁও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের । শনিবার সন্ধ্যার পর স্তন্যপায়ী এই প্রাণীটিকে দেখতে পেয়ে আটক করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, সন্ধ্যায় পাহাড়ের পাশে জামাল উদ্দিনের বাড়ির পেছনে নিস্তব্ধ পথ দিয়ে যাচ্ছিল ওই বনরুইটি। এ সময় একটি কুকুর প্রাণীটিকে তাড়া করে।
বিষয়টি টের পেয়ে ঘর থেকে বের হয়ে বনরুইটিকে আটক করেন তিনি। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে জানান। এরপর বনরুইটি তার হেফাজতে রাখেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান জানান, প্রাণীটি বন বিভাগের কাছে হন্তান্তর করা হবে।
