শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কেবলমাত্র জরুরি প্রয়োজনেই কোভ্যাক্সিন ব্যবহার করা যাবে। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডকে ছাড়পত্র দেয়ার একদিন পরেই ভারত সরকারের বিশেষজ্ঞ কমিটি ভারত বায়োটেক এর কোভ্যাক্সিনকেও ছাড়পত্র দিলো। ইতিমধ্যে সারা দেশে শনিবার ভ্যাকসিনের ড্রাই রান হলো। কলকাতাও এই ড্রাই রান থেকে বাদ যায়নি। মধ্যমগ্রাম, আমডাঙ্গা ও বারাসতের তিনটি কেন্দ্রে ড্রাই রান হয়। কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, মকর সংক্রান্তির আগে ভ্যাকসিন চলে আসবে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক, নার্স, পুলিশের জন্য। জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন দেয়া হবে যাদের প্রবল মর্বিডিটি আছে তাদের।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
