আওয়ামী লীগ আজ শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন করবে । অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিশেষ ট্রাফিক নির্দেশনা মানতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন ভোর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে আগত লোকদের সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক গণজমায়েত হবে।

নির্দেশনায় বলা হয়েছে, গাবতলী, মিরপুর রোড হয়ে আসা মানুষ সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন। এ সময় তাদের বহন করা বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত রাস্তার দুই পাশে এক লাইনে পার্কিং করবে।

উত্তরা হতে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি ক্রসিং-নাইটিঙ্গেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার-বাড্ডা-গুলশান-রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর-রাজমনি ক্রসিং-নাইটিঙ্গেল হয়ে পল্টন মোড়-জিরো পয়েন্ট হয়ে আসা মানুষ পল্টন মোড়-জিরো পয়েন্টে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকবেন।

এ সময় তাদের বহন করা যানবাহন মতিঝিল এলাকায় পার্কিং করতে হবে। এদিন উত্তরা-এয়ারপোর্ট থেকে আসা যানবাহন মতিঝিল-গুলিস্তানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া যাত্রাবাড়ী ও পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে আসা মানুষ গুলিস্তানে নেমে পায়ে হেঁটে জিরো পয়েন্ট-দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানে যোগ দেবেন। তাদের বাসগুলো মতিঝিল-গুলিস্তান এলাকায় পার্কিং করতে হবে। যারা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চানখাঁরপুল হয়ে আসবেন, তারা চানখাঁরপুলে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন। তাদের যানবাহনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করতে বলা হয়েছে।

বাবুবাজার ব্রিজ হয়ে আগতরা গোলাপশাহ্ মাজারে নেমে পায়ে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন আর তাদের আনা বাসগুলো গুলিস্তান এলাকায় পার্কিং করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিদের গমনাগমন উপলক্ষে শনিবার ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমনÑ বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চানখাঁরপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিংগুলো থেকে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।

শাহবাগ থেকে মৎস ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে  আসা ব্যক্তিদের কোনো ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করা এবং কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে ডিএমপির এই নির্দেশনায়।

একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকার সড়কে ভারী-হালকা যান চলাচল থেকে বিরত থাকতেও সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031