বিশ্বকাপের উত্তেজনা বাড়ছে সময় যত যাচ্ছে ততই । আর মাত্র ১৫ দিন। তার পরেই রাশিয়ায় পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট ফিফা বিশ্বকাপের। প্রতিবারেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমর্থকদের থাকছে বাড়তি উচ্ছ্বাস। এবারও ব্যতিক্রম নয়। প্রতি আসরের মত এবারেও বিশ্বকাপের উদ্বোধনী দিনে মঞ্চ মাতাবেন বিভিন্ন বড় বড় তারকারা।

ফিফার মত বড় ইভেন্টে উদ্বোধনী অনুষ্ঠানই মূল আলো কাড়ে ফুটবল প্রেমিদের। এই যে ধরুণ গেল বিশ্বকাপে ব্রাজিলে জেনিফার লোপেজ আর পিটবুলের স্টেজ মাতানো পারফরম্যান্সের আমেজ এখনো সবার হ্রদয়ে বাজে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপও নানা আয়োজন নিয়ে হাজির হচ্ছে গোটা পৃথিবীর সামনে।

২১তম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে রাশিয়ার সবচেয়ে বড় ভেন্যু লুজনিকি স্টেডিয়ামে। যেখানে প্রায় ৮০ হাজার মানুষের সামনে মঞ্চ মাতাবেন তারকারা। ম্যাচ ১৪ জন প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’-এর মধ্যে দিয়ে শুরু হবে মূল মহড়ন।

থিম সং নিয়ে সবার সামনে হাজির হবেন উইল স্মিথ এবং নিকি জ্যাম।  এছাড়া রাশিয়ান স্থানীয় তারকাদের নানা রকম আয়োজনে মাতবে পুরো গ্যালারি। অনুষ্ঠানের পাশাপাশি তুলে ধরা হবে রাশিয়ার সংস্কৃতির বিভিন্ন দিক। পুরো গ্যালারির সামনে জিমন্যাস্ট এবং ট্র্যামপোলিনিস্টরাও পারফর্ম করবেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031