আফগানিস্তান আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে । এই জয়ের ফলে ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে জায়গা করে নিলো তারা। অন্যদিকে, আয়ারল্যান্ড আজ জিততে পারলে বিশ্বকাপে জায়গা করে নিতো। কিন্তু তারা সেটি পারল না। আফগানিস্তানের জয়ের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ল জিম্বাবুয়েও।
আফগানিস্তানের এটি হবে দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে প্রথবারের মতো অংশ নিয়েছিল আফগানিস্তান। বাছাইপর্ব থেকে এর আগে বিশ্বকাপে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
হারারো স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ আয়ারল্যান্ডের দেয়া ২১০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন মোহাম্মদ শাহজাদ। ৪৫ রান করেন গুলবদিন নাইব। ৩৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আসঘার স্টানিকজাই। আয়ারল্যান্ডের পক্ষে সিমি সিং ৩টি, ব্যারি ম্যাকার্থি ১টি ও বয়েড র্যানকিন ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন পল স্টার্লিং। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন কেভিন ও’ব্রাইন। ৩৬ রান করেন নিয়াল ও’ব্রাইন। আফগানিস্তানের পক্ষে রশীদ খান ৩টি, দৌলৎ জাদরান ২টি ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নেন।
২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। ওই আসরে মোট দশটি দল অংশ নিবে। এই দশটি দলের মধ্যে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সাতটি দল নির্ধারণ হয়ে গেছে। সাতটি দলের মধ্যে বাংলাদেশ রয়েছে। আর স্বাগতিক হিসাবে অংশ নিবে ইংল্যান্ড। বাকি দুইটি দল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হলো।
