বাংলাদেশের দর্শকদের ফুটবল বিশ্বকাপ ট্রফি আরও একবার চোখের সামনে দেখার সুযোগ হচ্ছে । আগামী ৮ জুন ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আসছে এই ট্রফি।

ট্রফিটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবার পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এর উন্মোচন করা হবে। সেখানে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন সাধারণ দর্শকরাও।

বিশ্বকাপের স্পন্সর প্রতিষ্ঠান কোকাকোলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সঙ্গে বৈঠক করে স্মারক উপহারও দিয়েছে। এবার নাকি দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশেই এই ট্রফি আসবে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘ভারত-পাকিস্তান বাদ দিয়ে এবার আমাদের দেশেই আসছে বিশ্বকাপ ট্রফি। আমরা খুব ভাগ্যবান। ৮ তারিখ সকালে আসবে ট্রফিটি।’

ফিফা বিশ্বকাপ ট্রফি এই অফিসিয়াল ট্যুর শেষ করে ৯ জুন রাতে চলে যাবে।আসরটি ইতোমধ্যে ক্ষণ গণনা চলছে। ২০২২ সালে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031